চোখের ধাঁধাঁ: খালি চোখে ক`টি স্পট দেখতে পাচ্ছেন?

ছবির উৎস, Jacques Ninio
বিজ্ঞানী জাক নিনিও এই ধাঁধাঁটি তৈরি করেছেন।
ছবিতে ১২টি কালো স্পট রয়েছে। কিন্তু তাকিয়ে দেখলে সবগুলো একসাথে খালি চোখে ধরা পড়ে না।
এই অপটিকাল ইল্যুশন বা চোখের ধাঁধাটি সামাজিক যোগযোগের মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
জাপানে মনোবিজ্ঞানের একজন অধ্যাপক আকিওসি কিতাওকা এটি ফেসবুকে পোস্ট করার পর ২৪ ঘন্টার মধ্যে সেটি ৭০০০ বার শেয়ার করা হয়।
ফরাসি বিজ্ঞানী জাক নিনিওর নামে এই ইল্যুশনটির নাম রাখা হয়েছে নিনিওজ এক্সটিংশন ইল্যুশন।
এতে খাড়া, আনুভূমিক এবং কোনাকুনি দাগ দিয়ে তৈরি একটি গ্রিডের মধ্যে ১২টি কালো স্পট রয়েছে।
বেশিরভাগ মানুষ খালি চোখে এই কালো স্পটগুলো এক সাথে দেখতে পান না।
এই দৃষ্টিবিভ্রম কেন হয়?
নিনিও ব্যাখ্যা করছেন, মানুষের চোখ বিশেষভাবে সাজানো প্যাটার্ন দেখতে পেলেও মস্তিষ্ক সেই বার্তাকে ঠিক প্রসেস করতে পারে না।
ফলে ১২টি স্পটের জায়গায় আমরা কয়েকটি মাত্র স্পট দেখতে পাই।
তবে একজন টুইটার ব্যবহারকারী বলছেন, তিনি সমস্যাটির সমাধান করতে পেরেছেন। এখানে দেখুন:
ছবির উৎস, Twitter / @TwiztedShotzTV
ধাঁধার সমাধান।