সাকিবকে কক্সবাজারে নামিয়ে ফেরার পথে সৈকতেই বিধ্বস্ত হলো হেলিকপ্টার

কক্সবাজার সৈকতে এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়
বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে নামিয়ে দেয়ার পর ফেরার পথে আজ সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজন নিহত এবং তিন জন আহত হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সাকিব বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সকালে এই হেলিকপ্টারে করে ঢাকা থেকে কক্সবাজারের ইনানিতে যান।
সাকিব সেখানে নিরাপদেই পৌঁছান।তাঁকে নামিয়ে দেয়ার পর পরই সেখান থেকে কয়েকজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ফেরার জন্য উড়াল দিলে সৈকতেই বিধ্বস্ত হয়।
এতে নিহত ব্যক্তির নাম শাহ আলম।
আর আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ বলেছে, হেলিকপ্টারটির পাইলট গুরুতর আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়েছে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: বাক স্বাধীনতা, জিয়ার খেতাব আর ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় হবার পর, অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশে মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতার ক্ষেত্র শক্তিশালী হবে?