মাদারীপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে

ছবির উৎস, গুগল

ছবির ক্যাপশান,

কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে

বাংলাদেশের মাদারীপুরের কালকিনিতে নবম শ্রেণীর একজন ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সকালে কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়িতে নীতু মণ্ডল নামের ঐ ছাত্রী স্কুলে যাবার পথে তাকে ছুরিকাঘাত করে ঐ গ্রামেরই মিলন মণ্ডল।

এরপর নীতুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, হামলা চালিয়ে পালিয়ে যাবার পথে মিলনকে ধাওয়া করে এলাকাবাসী। এরপর পুলিশকে খবর দিলে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ।

কালকিনি ডাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, নীতুর স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত মিলন।

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের সন্দেহ।

লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।