ত্রাণবহরের ওপর বিমান হামলার পর সিরিয়ায় ত্রাণ তৎপরতা বন্ধ

ছবির উৎস, Getty Images
বিমান হামলার পর ত্রাণবহরের একটি ট্রাক
সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি মানবিক ত্রাণবহরের ওপর বিমান হামলার পর জাতিসংঘ দেশটিতে সবরকমের ত্রাণ দেয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রধান পিটার মোরার বলেছেন, এই আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের এক চরম লংঘন।
সোমবার ওই আক্রমণের ঘটনা ঘটে এবং তাতে ১২ জন লোক নিহত হয় বলে সিরিয়ার অধিকারকর্মীরা বলছে।
এর পর রেডক্রসের ত্রাণসামগ্রী সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।
এর আগে আলেপ্পো এবং রাজধানী দামেস্কের উপশহরগুলোতে যুদ্ধ ছড়িয়ে যাওয়ায় রুশ-মার্কিন উদ্যোগে বলবৎ করা যুদ্ধবিরতিটি কার্যত ভেঙে পড়েছে। সেখানে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণও চলছে।
আজই জাতিসংঘে রাশিয়া, আমেরিকা এবং অন্য শক্তিধর দেশগুলো সিরিয়া নিয়ে আলোচনা করবে, তবে যুদ্ধবিরতি আবার বলবৎ করা যাবে কিনা তা স্পষ্ট নয়।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: আল জাজিরা নিয়ে 'একপেশে' আর চীন-ভারত নিয়ে দ্বিচারিতা?
বাংলাদেশে আল জাজিরার প্রতিবেদন নিয়ে আলাপ-আলোচনার মনে হচ্ছে কোন শেষ নাই।