আমিরাতে এই প্রথম একজন মহিলা লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছেন

ছবির উৎস, Getty Images
সম্প্রতি আমিরাতে লিঙ্গ পরিবর্তনের অনুমোদন দিয়ে আইন হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে এই প্রথমবারের মত এক নারী লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হবার জন্য আবেদন করেছেন।
উপসাগরীয় এই দেশটিতে সম্প্রতি লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারকে অনুমোদন দিয়ে একটি নতুন আইন করা হয়েছে।
এ আইনের অধীনেই মহিলাটি আবেদন করেছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।
আইনজীবী আলি আল-মানসুরি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, মহিলাটি সব সময়ই অনুভব করতেন যে তিনি আসলে পুরুষ। তিনি এ ব্যাপারে গত চার বছর ধরে শারীরিক এবং মানসিক চিকিৎসা নিচ্ছিলেন।
একটি মেডিক্যাল কমিশন ওই মহিলার লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করার সুপারিশ করেছে।
মেডিক্যাল লায়াবিলিটি ল নামে একটি আইন এ মাসেই আমিরাতে কার্যকর হয়েছে। এতে মেডিক্যাল বা চিকিৎসা সম্পর্কিত কারণে লিঙ্গপরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
আবুধাবির একটি আদালত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে এ আবেদনটি বিবেচনার জন্য হাতে নেবে বলে জানা গেছে।