নিজের বাড়িতেই বিছানায় ঘুমন্ত অবস্থায় বাস চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু

বাসটি ঘুমন্ত স্বামী-স্ত্রীকে তাদের বিছানাতেই পিষে ফেলেছে। ছবি: মোহাম্মদ রুবেল।
সারাদিনের পরিশ্রম শেষে বাড়ি এসে ঘুমাচ্ছিলেন রিকশাচালক বশীর হোসেন। পাশেই ছিলেন স্ত্রী রেশমা বেগম।
কিন্তু সেই ঘুম থেকে আর জেগে ওঠেন নি স্বামী স্ত্রী দুজনে।
একবারে চলে গেছেন পরপারে।
ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার রাজপাড়া থানার বহরমপুর রেল ক্রসিং এলাকায়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমানুল্লাহ জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ হয়ে ঢাকাগামী একটি বাস গত রাত দুটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রাস্তার ধারে কয়েকটি টিনশেড বাড়ির উপর।
এতে একেবারে দুমড়ে মুচড়ে গেছে কয়েকটি টিনের বাড়ি।
তখন বেঘোরে ঘুমচ্ছিলেন বাড়ির বাসিন্দারা।
এতে ঘটনাস্থলেই মারা গেছেন বশীর হোসেন ও রেশমা বেগম।
বাসটি তাদের একেবারে পিষে ফেলেছে।
তবে পাশের ঘরে থাকা তাদের ৮ ও ১০ বছর বয়সী দুই সন্তান প্রাণে বেঁচে গেছে।
পাশের বাড়িতে থাকতেন বহরমপুর রেল ক্রসিং এর গেট ম্যান ও তার স্ত্রী।
তারা দুজনেও আহত হয়েছেন।
এই দুজন ও বাসের তিনজন যাত্রী সহ পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বাসটি এখনো সেখানেই রয়ে গেছে। সেটিকে সরানোর কাজ করছে স্থানীয় পুলিশ।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: যৌন অপরাধীর পরিচয় আর নারী কাজি নিয়ে প্রশ্ন
গণমাধ্যমে নিহত মেয়ে এবং অভিযুক্ত ছেলে, দু'জনেরই নাম-ঠিকানা এমনকি ছবি প্রকাশ পাওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।