বরিশালে মৃতের সংখ্যা বেড়ে ২০জন, উদ্ধারকাজ চলছে

বরিশালে সন্ধ্যা নদীতে ছোট একটি লঞ্চ ডুবির পর নিখোঁজদের সন্ধান চলছে।

ছবির উৎস, Focus Bangla

ছবির ক্যাপশান,

বরিশালে সন্ধ্যা নদীতে ছোট একটি লঞ্চ ডুবির পর নিখোঁজদের সন্ধান চলছে।

বাংলাদেশে বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে একটি লঞ্চ ডুবির পর দুজন নারীসহ অন্তত ২০ জনের লাশ উদ্ধারের খবর এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করেছে।

ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। সেখান থেকে ছয়টি মরদেহ পাওয়া যায়, যার মধ্যে চারটি রয়েছে শিশুর মরদেহ। উদ্ধারকারী টিমে রয়েছে বরিশাল দমকল বিভাগ এর সিনিয়র অফিসার আলাউদ্দিন। ঘটনাস্থল থেকে তিনি বলছিলেন বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ সেখানে ভোর পাঁচটায় পৌছেছে।

ছবির উৎস, Focus Bangla

ছবির ক্যাপশান,

নদীর তীরে ভিড় করে আছেন উৎসুক জনতা

লঞ্চটি গতকাল ডুবে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। ডুবুরিরা বলছেন সে কারণেই লঞ্চটির সবকটা জানালা বন্ধ।

৫০ জনের বেশি যাত্রী ছিল লঞ্চটিতে। অনেকের আত্মীয় স্বজন তীরে অপেক্ষা করছেন তাদের নিখোঁজ স্বজনের খোঁজে।

যার মধ্যে বরিশাল দমকল বাহিনীর একজন সদস্য রয়েছেন যিনি গতকাল ঐ লঞ্চে ছিলেন। বানারীপাড়া থেকে লঞ্চটি উজিরপুরের হাবিবপুর যাওয়ার পথে বুধবার বেলা ১২টার দিকে ডুবে যায় ।