অর্থনৈতিক সংকটে বাস চালকদের অভিনব প্রতিবাদ

ছবির উৎস, AFP
কারাকাসের রাস্তা অচল হয়ে পড়েছে
ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষুব্ধ বাস চালকেরা এক অভিনব কর্মসূচী শুরু করেছে।
মজুরী বৃদ্ধি এবং সংঘবদ্ধ অপরাধীদের হাত থেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে প্রতিদিন আট ঘণ্টা করে রাস্তার ওপর নিজেদের বাস দাড় করিয়ে রেখে পরিবহন ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে তারা।
ছবির উৎস, AFP
দাবী না মানলে প্রতিদিন আট ঘন্টা করে এই কর্মসূচী চলবে বলছেন বাস চালকরা
কয়েকশ বাস চালক বেতন বৃদ্ধি ও সহিংসতা থেকে তাদেরকে রক্ষার দাবী জানিয়ে আসছে।
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে রয়েছে।
তার মধ্যে খাবার ও ওষুধের মত মৌলিক পণ্য রয়েছে। বাস চালকদের একজন মুখপাত্র বলছেন যদি সরকার তাদের অভিযোগ গুলোর দিকে নজর না দেয় তাহলে এই প্রতিবাদ তারা অব্যাহত রাখবে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: যৌন অপরাধীর পরিচয় আর নারী কাজি নিয়ে প্রশ্ন
গণমাধ্যমে নিহত মেয়ে এবং অভিযুক্ত ছেলে, দু'জনেরই নাম-ঠিকানা এমনকি ছবি প্রকাশ পাওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।