যুক্তরাষ্ট্রের শার্লট শহরে জরুরি অবস্থা জারি

দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলে।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার জের ধরে শার্লটে জরুরি অবস্থা জারি করা হলো।

শার্লটে গত মঙ্গলবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়। এর জেরে সেখানে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

বিক্ষোভে পুলিশের সতর্ক অবস্থান

উদ্ভূত পরিস্থিতিতে নর্থ ক্যারোলাইনার গভর্নর প্যাট ম্যাকক্রোরি শার্লটে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

শার্লটের পুলিশপ্রধানের অনুরোধে শহরে ন্যাশনাল গার্ড ও অঙ্গরাজ্য ট্রুপার পাঠানো হচ্ছে বলে জানান গভর্নর।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

শার্লটের সড়কে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

গত মঙ্গলবার সন্ধ্যায় কিথ ল্যামন্ট স্কট নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন।

ঘটনার পর শার্লটের সড়কে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।