বাংলাদেশে বিএনপির ১৪জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নাশকতার অভিযোগে রাজধানী ঢাকার পল্লবী থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
পল্লবী থানার ওসি দাদন ফকির বিবিসি কে বলেছেন মামলা পল্লবী থানাতে হলেও এইসব নেতাকর্মীদের বাসস্থান অনুযায়ী সেইসব থানাতে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে।
নেতাকর্মীদের মধ্যে আরও আছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান।
নাশকতার অভিযোগে ২০১৫ সালে পল্লবী থানায় মামলাটি করা হয়।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।