আলেপ্পোর শিশু ওমরানকে পরিবারে চায় নিউইয়র্কের ৬ বছরের অ্যালেক্স

ছবির উৎস, White House
প্রেসিডেন্ট ওবামাকে লেখা অ্যালেক্সের চিঠি
আলেপ্পোতে এক বোমা হামলার পর ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা পাঁচ বছরের শিশু ওমরান দাকনিশের রক্তাক্ত হতবাক চেহারার দৃশ্য টিভিতে প্রচার হবার পর বিশ্বজুড়ে ব্যাপক আবেগ এবং ক্ষোভ তৈরি হয়।
ঐ ফুটেজ দেখার পর নিউ ইয়র্কের ছ বছরের বালক অ্যালেক্সও অস্থির হয়ে পড়ে।
কিছুদিন আগে প্রেসিডেন্টে ওবামার কাছে এক চিঠিতে অ্যালেক্স জানায় সে তার পরিবারে ওমরানকে আশ্রয় দিতে চায়।
চিঠির ভাষা ছিলো এরকম, "প্রিয় প্রেসিডেন্ট ওবামা, মনে পড়ে ঐ বালক শিশুটিকে যাকে সিরিয়ায় একটি অ্যাম্বুলেন্সে তোরা হয়েছিলো?"
"আপনি কি তাকে আমাদের বাড়িতে এনে দিতে পারবেন?..আমি বেলুন, ফুল পতাকা নিয়ে অপেক্ষা করবো। আমি তাকে একটি পরিবার দেব, সে আমাদের ভাই হবে।"
ছবির উৎস, MAHMOUD RSLAN
ওমরান দাকনিশ
নিউ ইয়র্কে শরণার্থী সমস্যা নিয়ে জাতিসংঘের একটি শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট বোমা অ্যালেক্সের এই চিঠিটির কথা তুলে ধরেন। "আমাদের সবাইকে অ্যালেক্স হতে হবে।"
সোশ্যাল মিডিয়াতে অ্যালেক্সের এই চিঠি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ফেসবুকে টেক্সাসের একজন মহিলা লিখেছেন, "ছয় বছরের একটি শিশুর মধ্যে যে ভালোবাসা এবং মানবতা অধিকাংশ বয়স্ক মানুষের মধ্যে তার অভাব রয়েছে। এই শিশুর মা-বাবাকে অভিনন্দন।"