দ্বিতীয়বারের ভোটাভুটিতেও জেরেমি করবিন আবার বিপুল ব্যবধানে লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন

ব্রিটেন, লেবার পার্টি , করবিন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

জেরেমি করবিন

ব্রিটেনের লেবার পার্টির নেতা নির্বাচনের দ্বিতীয় ভোটেও বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন জেরেমি করবিন।

দলের সদস্যদের ভোটে নেতা নির্বাচনের ফলাফলে আজ দেখা যায়, জেরেমি করবিন মোট ৩ লাখ ১৩ হাজার ২০৯টি ভোট পান - যা মোট প্রদত্ত ভোটের ৬১ দশমিক ৮ শতাংশ।

তার প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথ ৩৮ দশমিক ২ ভাগ ভোট পেয়েছেন।

গত এক বছরের মধ্যে এটা দ্বিতীয়বার লেবার পার্টির নেতা নির্ধারণের জন্য ভোটাভুটি হলো।

বিগত সাধারণ নির্বাচনে লেবার পার্টি পরাজিত হবার পর পূর্বতন নেতা এড মিলিব্যান্ড পদত্যাগ করেছিলেন। এর পর দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে সদস্য ও পার্লামেন্ট সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক এবং বিভক্তি দেখা দেয়।

নেতা নির্বাচনের প্রক্রিয়ার সময়ও দলের মধ্যেকার এই বিতর্ক ও অন্তর্দ্বন্দ্ব অনেক সময়ই তিক্ত চেহারা নেয়।

দেখা গেছে, লেবার পার্টির সাধারণ সদস্যদের মধ্যে করবিন অনেক বেশী জনপ্রিয় হলেও এমপিদের মধ্যে একটি বড় অংশই তার বিরোধী। এই এমপিরা মনে করেন, জেরেমি করবিন নেতৃত্ব দিলে লেবার পার্টি নির্বাচন জিততে পারবে না।

কিন্তু মি. করবিনের সমর্থকরা মনে করেন, গত কয়েক দশকে লেবার পার্টি তার প্রকৃত মূল্যবোধ ও চরিত্র হারিয়ে ফেলেছিল, এবং করবিনের নেতৃত্বেই তারা আগামি নির্বাচন জিততে পারবেন।

নেতা নির্বাচনের ভোটাভুটির সময় দু'বাই দেখা গেল, সাম্প্রতিক লেবার নেতৃত্বের তুলনায় 'অধিকতর বামপন্থী' বলে পরিচিত জেরেমি করবিন প্রতিবারই বড় ব্যবধানে তার অন্য সব প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।

নির্বাচনের ফল ঘোষণার পর সংক্ষিপ্ত এক বক্তৃতায় মি. করবিন দলকে ঐক্যবদ্ধ করার ওপর জোর দেন।