মিরপুরে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

মিরপুর স্টেডিয়ামে ঢুকছের দর্শকরা
ঢাকার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।
শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারালেও তামিম ইকবাল ও ইমরুল কায়েস পরে তা সামলে নেন।
১৫ ওভার শেষে বাংলাদেশের দলীয় রান ৭৪।
অপেক্ষমান দর্শক
ম্যাচটি দেখতে শেরে বাংলা স্টেডিয়ামে ভিড় করেছেন ক্রিকেট প্রেমীরা।
দুপুরে স্টেডিয়ামের বাইরের দিকে ব্যাপক ভিড় দেখা গেছে।
এ ম্যাচটির মাধ্যমেই প্রায় দশ মাসের বেশি সময় বিরতির পর কোন আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ পেলো বাংলাদেশ।
দলে রয়েছে নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞা কাটার পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।
চলতি বছর আফগানিস্তান এ পর্যন্ত ২৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে যদিও তার অধিকাংশই আইসিসির সহযোগী দলগুলোর বিরুদ্ধে।
মুস্তাফিজ খেলছেননা এ ম্যাচে