আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের কষ্টের জয়

আফগানিস্তানের সাথে ব্যাট করছে বাংলাদেশ

ছবির উৎস, FOCUS BANGLA

ছবির ক্যাপশান,

আফগানিস্তানের সাথে ব্যাট করছে বাংলাদেশ

আফগানিস্তানের সাথে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশ সফরকারি দলকে সাত রানে পরাজিত করেছে। কিন্তু এই জয় পেতে তাদেরকে খুব কষ্ট করতে হয়েছে।

ঢাকার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ ওভারে মনে হয়েছিলো যেকোন দলই এই ম্যাচ জিততে পারে।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১০ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে।

জবাবে আফগানিস্তান শুরু থেকে বেশ ভলোভাবে তাড়া করলেও শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৫৮ রান করতেই ৫০ ওভার শেষ হয়ে যায়।

একটা সময় আফগানিস্তানের ৬০ বলে মাত্র ৭৭ রানের দরকার ছিলো যখন তাদের হাতে ছিলো আটটি উইকেট।

মনে হয়েছিলো এই ম্যাচ আফগানিস্তানের দিকেই।

কিন্তু শেষ ১০ওভারে বাংলাদেশী বোলারদের সাঁড়াশি আক্রমণের কারণে আফগানিস্তানের পক্ষে তাদের শেষ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি।

প্রায় এক বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে আজ বাংলাদেশকে কষ্ট করেই আন্ডারডগ আফগানিস্তানের সঙ্গে জিততে হলো।

মিরপুর স্টেডিয়াম থেকে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ বিবিসি বাংলাকে খেলা শেষে বলেছেন, অভিজ্ঞতার কারণে বাংলাদেশ জিতেছে। আফগানিস্তান হেরেছে অভিজ্ঞতা কম থাকার কারণে।

তিনি বলেন, এই প্রথম ম্যাচ থেকে বোঝা গেলো আগামী দুটো খেলা দুটো দলের জন্যেই হবে খুব কঠিন।