বিমানবন্দরের টয়লেটে ময়লার ঝুড়িতে স্বর্ণের বার

ছবির উৎস, CUSTOMS INTELLIGENCE FACEBOOK
আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা
বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমান বন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ইমিগ্রেশন সংলগ্ন টয়লেটের ভেতরে রাখা ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় ১০ টি বারে এই স্বর্ণ ফেলে যায় কেউ।
কাস্টমস গোয়েন্দা বিভাগের ফেসবুক পাতায় বলা হয়েছে, স্বর্ণের বারগুলো ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে মুড়িয়ে ঢেকে রাখা হয়েছিল। এর মধ্যে পাঁচটি প্যাকেটে ১০ টি বার কালো স্কচ টেপ দিয়ে আটকানো অবস্থায় রাখা ছিল।
আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা বিভাগ বলছে, এখন ভিডিও ফুটেজ দেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও সম্ভাব্য সহযোগী হিসেবে বিমানবন্দরের কর্মীদের শনাক্তের চেষ্টা চলছে।
আনুষ্ঠানিকতা শেষে আটক স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।