সিলেটে বিলাসবহুল গাড়ি আটক করেছে গোয়েন্দারা

সিলেট ও মৌলভীবাজার থেকে তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে

ছবির উৎস, CUSTOMS INTELLIGENCE FACEBOOK

ছবির ক্যাপশান,

সিলেট ও মৌলভীবাজার থেকে তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে

বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা সিলেট থেকে একটি এবং মৌলভীবাজারের একটি গ্যারেজ থেকে দুইটি দামী গাড়ী উদ্ধার করেছে।

গাড়িগুলোর একটি পাজেরো স্পোর্টস কার ও একটি জাগুয়ার। এর মধ্যে একটিতে ব্রিটিশ নম্বরপ্লেট দেখা যাচ্ছে।

গাড়িগুলোর মধ্যে একটি, মৌলভীবাজারের গ্যারেজের মালিক ব্যবহার করতেন বলে জানিয়েছেন, শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার।

তবে, গাড়িগুলোর আনুমানিক মূল্য কত সে বিষয়ে তিনি কোন ধারণা দিতে পারেননি।

মি কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া তিনটি গাড়িই কারনেটের আওতায় আনা গাড়ি।

ছবির উৎস, CUSTOMS INTELLIGENCE FACEBOOK

ছবির ক্যাপশান,

গাড়িগুলো কারনেট সুবিধা ব্যবহার করে আনা হয়েছে

শুল্কমুক্ত সুবিধায় পর্যটকদের গাড়ি নিয়ে আসার সুবিধাকে কারনেট বলা হয়। তবে ঐ সুবিধা ২০১২ সালেই বিলুপ্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

ফলে ঐ সুবিধা ব্যবহার করে আনা গাড়ীগুলো এখন অবৈধ হিসেবে গণ্য হয়।

বিবিসি বাংলাকে মি. কুমার জানিয়েছেন, বাংলাদেশে এখনো প্রতি বছর কারনেটের আওতায় আনা বহু গাড়ী জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

২০১৬ সালে এখনো পর্যন্ত এরকম মোট ৪০টি গাড়ী আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ছবির উৎস, CUSTOMS INTELLIGENCE FACEBOOK

ছবির ক্যাপশান,

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি

আজকের তিনটি গাড়ি আটকের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।