শততম ওয়ানডে জয়ের লক্ষ্যে খেলছে বাংলাদেশ

ক্রিকেট, বাংলাদেশ

ছবির উৎস, FOCUS BANGLA

ছবির ক্যাপশান,

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে শুরুর দিকেই দুই উদ্বোধনী ব্যটসম্যানকে হারিয়ে ফেলে বাংলাদেশ দল।

টসে জিতে ফিল্ডিং বেছে নেয়া সফরকারী আফগানিস্তান দলের বোলাররা যখন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তখন বাংলাদেশের স্বোর মাত্র ৫০ রান।

এদিকে এই ম্যাচেই ওয়ানডে অভিষেক ঘটছে ডানহাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের। প্রথম ওয়ানডের দলে এই একটি পরিবর্তন নিয়ে খেলছে স্বাগতিকরা। ইমরুল কায়েসের বদলে ডাক পেলেন তিনি।

আজকের ম্যাচটি নি:সন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ ওয়ানডেতে শততম জয়ের লক্ষ্য মাঠে নামে বাংলাদেশ।

গত সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে মাশরাফী বাহিনী।

তবে প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নেমে প্রথম ম্যাচটিতে বাংলাদেশকে কষ্ট করেই আন্ডারডগ আফগানিস্তানের সঙ্গে জিততে হয়েছিল।