চারতলা বাড়ির ছাদ থেকে ক্রেনে নামানো হলো গরু

ছবির উৎস, Caters
চারতলা বাড়ির ছাদ থেকে ক্রেনে নামানো হচ্ছে গরু
পাকিস্তানের করাচিতে একটি বাড়ির মালিককে ছাদের ওপর পালন করা দুটি গরুকে মাটিতে নামাতে ক্রেনের ব্যবস্থা করতে হয়েছে।
করাচি শহরের বাসিন্দা এজাজ আহমেদের চারতলা বাড়ি যে জায়গায়, সেটা অত্যন্ত ঘিঞ্জি জায়গা। প্রতিটি ভবনই বহুতল এবং গায়ে গায়ে লাগানো।
এর মধ্যেই তার সখ হয় বাড়িতে গরু পালনের।
ফলে ২০১২ সালে তিনি একটি ষাঁড় এবং একটি গাভী কিনে আনেন। এগুলো তখন ছোট থাকায় চারতলার ছাদে ওঠাতে কোন সমস্যাই হয় নি।
ছাদের ওপর একটি চালা তৈরি করে তাদের থাকার ব্যবস্থা হয়।
কিন্তু চার বছর পর কয়েকদিন আগে যখন মি. আহমেদ সিদ্ধান্ত নেন যে তিনি আর গরু লালনপালন করবেন না, তখনই বাঁধে ঝামেলা। গরুগুলো মাটিতে নামানো হবে কিভাবে?
ছবির উৎস, Caters
গরু নামানো দেখতে করাচির ওই সরু গলিতে জড়ো হয় শত শত মানুষ
এজাজ আহমেদ বলছিলেন, "কারণ, গরুগুলো এত বড় হয়ে গেছে যে ওই ভবনের সংকীর্ণ সিঁড়ি দিয়ে তাদের নামানো অসম্ভব।"
"উপায়ান্তর না দেখে আমরা ৬০ ফুট লম্বা এক ক্রেন ভাড়া করলাম" - বলেন এজাজ আহমেদ।
এই ক্রেন দিয়েই সরু গলির ভেতরে জড়ো হওয়া শত শত লোকের কৌতুহলী দৃষ্টির সামনে দড়িতে বেঁধে এক এক করে নামিয়ে আনা হলো গরুগুলো।
জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা এই ক্রেন দিয়ে গরু নামানোর কার্যক্রমের পর বলেছেন, "আমি জীবনে কখনো এরকম উদ্ধার অভিযানের কথা শুনিনি।"
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: আল জাজিরা নিয়ে 'একপেশে' আর চীন-ভারত নিয়ে দ্বিচারিতা?
বাংলাদেশে আল জাজিরার প্রতিবেদন নিয়ে আলাপ-আলোচনার মনে হচ্ছে কোন শেষ নাই।