ডাকাতের কবলে কিম কার্দাশিয়ান

ছবির উৎস, বিবিসি
৩৫ বছর বয়সী জনপ্রিয় রিয়েলিটি শো তারকার কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে
পুলিশের পোশাক পরা কয়েকজন মুখোশ-ধারী ব্যক্তি কিম কার্দাশিয়ানের হোটেল রুমে ঢুকে পড়ে তাকে বন্দুকের মুখে জিম্মি করে। তবে জিম্মি করার পরে কোন শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে, কিংবা বন্দুকধারীরা কোন মূল্যবান জিনিস নিয়ে গেছে কিনা তা এখনো জানা যায়নি।
তবে, ৩৫ বছর বয়সী জনপ্রিয় রিয়েলিটি শো তারকার বড় কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে। পুলিশ একে ডাকাতির ঘটনা বলেই মনে করছে।
এদিকে, খবর পেয়ে নিউ ইয়র্কে কনসার্ট মঞ্চ থেকে তড়িঘড়ি নেমে বেরিয়ে গেছেন কিমের স্বামী সঙ্গীত শিল্পী কেনি ওয়েস্ট।
মিস কার্দাশিয়ানের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় কিম ভীষণ ভয় পেয়েছেন, তবে অক্ষত আছেন তিনি। কোন ক্ষতি হয়নি তার।
ছবির উৎস, রয়টার্স
কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট
প্যারিসের একজন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ঘটনাটি একটি ডাকাতির ঘটনা।
কিন্তু এ নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। তবে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্যারিস ফ্যাশন সপ্তাহে অংশ নিতে কদিন আগে নিজের মা এবং বোনকে নিয়ে ফ্রান্সে গেছেন কিম।
গত সপ্তাহেই তার ওপর ঝাপিয়ে পড়ে তাকে চুম্বনের চেষ্টা করে একজন ভক্ত।
যদিও কিমের বডিগার্ডের হস্তক্ষেপে সে যাত্রা বেঁচে যান কিম।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: মুশতাকের মৃত্যু আর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন
চলতি সপ্তাহে একটি খবর অনেককে নাড়া দিয়েছে, আর সেটা হল কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু।