পুরুষ পপ স্টারকে জড়িয়ে ধরায় নাইজিরীয় ফিল্ম তারকা নিষিদ্ধ

ছবির উৎস, Finesse entertainment
রাহমা সাদাউ এবং ক্লাসিক
তাই দেশের এক পপ তারকার এক মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন হাউসা চলচ্চিত্র শিল্পের তারকা রাহমা সাদাউ।
ভিডিওতে তার চরিত্র এক সবজি বিক্রেতার- গায়ক ক্লাসিক যার মন জয়ের চেষ্টা করছে।
প্রথমে পাত্তা না দিলেও শেষে তিনি হার মানেন। এবং সেসময় কিছু ঘনিষ্ঠ আলিঙ্গনের দৃশ্য রয়েছে।
ভিডিওটি প্রকাশের পরপরই মোল্লাদের কোপানলে পড়ে যান রাহমা সাদাউ এবং সেই সাথে হাউসা চলচ্চিত্র শিল্প।
ছবির উৎস, Finesse entertainment
এই শিল্পের বিরুদ্ধে হাউসা এবং ইসলামি সংস্কৃতিকে অপমান করার অভিযোগ ওঠা শুরু হয়।
চাপের মুখে হাউসা চলচ্চিত্র শিল্প সমিতি (মোপ্পান) মিস সাদাউকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।
ছবির উৎস, Finesse Entertainment
সমিতির সভাপতি মুহাম্মাদু মাইকাবা বিবিসিকে বলেছেন, "এর আগেও আমরা মি সাদাউকে কয়েকবার সাবধান করেছি.. তিনি আমাদের ভাবমূর্তির পরোয়া করেন না।"
মিস সাদাউ এখন ভারতে ছুটি কাটাচ্ছেন। তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।