উন্নয়নশীল দেশের প্রায় ৩৮ কোটি শিশুই বাস করছে দারিদ্র্যসীমার নীচে: ইউনিসেফ

ছবির উৎস, Getty Images
বিশ্বের দরিদ্র শিশুদের অর্ধেকেরই বাস সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ ও বিশ্ব ব্যাংক বলছে, উন্নয়নশীল দেশগুলোর শিশুদের এক পঞ্চমাংশ চরম দারিদ্র্য সীমার নীচে বাস করছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী শিশুর সংখ্যা প্রায় সাড়ে ৩৮ কোটি।
প্রতিবেদনে আরও বলা হচ্ছে- এসব দরিদ্র শিশুদের অর্ধেকের বাস সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এবং এক তৃতীয়াংশ দক্ষিণ এশিয়া অঞ্চলের শিশু।
যে সব বাড়ির দৈনিক আয় প্রায় এক দশমিক নয় ডলার বা তার কম, সে সব বাড়িতে বেড়ে ওঠা শিশুদের চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী হিসেবে গণ্য করা হয়েছে প্রতিবেদনে।
ইউনিসেফের কর্মকর্তা অ্যান্থনি লেক এক বিবৃতিতে বলেছেন, "শিশুরা যে শুধু চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে তা নয়, এই অবস্থায় প্রায় সব শিশুদের জীবন শেষ করে দিচ্ছে। এসব শিশু খারাপের চেয়েও খারাপতর অবস্থায় আছে কারণ দারিদ্র্যের কারণে তাদের শরীর ও মনের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে"।
আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে চরম দারিদ্র্য হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।