মৃত্যুর সঙ্গে লড়ছে সিলেটের সেই ছাত্রী

ছবির উৎস, faizullah wasif
সিলেটের এমসি কলেজ
বাংলাদেশের সিলেটে এমসি কলেজ প্রাঙ্গনে এক শিক্ষার্থীর কোপে আহত সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম এখন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। লাইফ সাপোর্টে থাকা ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানাচ্ছেন ডাক্তার ও পরিবারের সদস্যরা।
প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে প্রাঙ্গনে ওই ছাত্রীকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগ নেতা বদরুল আলম।
সেখানে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত খাদিজা বেগমকে, রাতে তাঁর অবস্থার অবনতি হলে আজ সকালে ঢাকায় নিয়ে আসা হয় তাঁকে।
এই হামলার ঘটনার প্রতিবাদে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে।
শিক্ষার্থীরা হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামীকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন।
এদিকে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খাদিজা আক্তারের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকে কোনওভাবেই ছাড় দেয়া হবে না।
অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: মুশতাকের মৃত্যু আর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন
চলতি সপ্তাহে একটি খবর অনেককে নাড়া দিয়েছে, আর সেটা হল কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু।