তুরস্কে ব্যর্থ অভ্ব্যুত্থানের পর প্রায় ১৩০০০ পুলিশ বরখাস্ত

ছবির উৎস, রয়টার্স
জুল।ইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার পুলিশকে বরখাস্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক মুসলিম ধর্মপ্রচারক ফেতুল্লাহ্ গুলেনের সাথে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কে পুলিশের প্রায় ১৩ হাজার সদস্যকে ছাঁটাই করা হয়েছে।
এদের মধ্যে ২৫০০ অফিসার পদমর্যাদার।
মি. গুলেন অথবা অনুসারীরা গত জুলাই মাসে তুর্কী সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান করে ব্যর্থ হয়েছে, এই অভিযোগ মি. গুলেন অস্বীকার করে থাকেন।
ঐ ঘটনার পরে থেকে হাজার হাজার সরকারি কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে কিংবা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩০ হাজারেও বেশি মানুষকে।
অন্যদিকে, রাজনৈতিক শত্রুদের বিনাশ করার জন্যই এসব করা হচ্ছে. এমন একটি অভিযোগ সরকারও অস্বীকার করে থাকে।
এসব ছাঁটাইয়ের ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে জারি হওয়া জরুরি আইনের মেয়াদ সরকার আরো তিন মাস বাড়িয়েছে।
এই মেয়াদ ১৯শে অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।
ছবির উৎস, এএফপি
অভ্যুত্থানের পর শাসক একেপি দল বিশাল সমাবেশের আয়োজন করে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: মুশতাকের মৃত্যু আর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন
চলতি সপ্তাহে একটি খবর অনেককে নাড়া দিয়েছে, আর সেটা হল কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু।