জুরিখের সেই হোটেলে আর থাকবে না ফিফা

ছবির উৎস, Getty Images
সুইজারল্যান্ডের বিলাসবহুল ঐ হোটেলটি ফিফার গভর্নিং বডির কাছে বহু বছর ধরে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুর্নীতি বিরোধী তদন্তের অংশ হিসেবে রেইড হওয়া সুইস বিলাসবহুল হোটেলে এখন থেকে সংস্থার কোন কর্মকর্তা আর অবস্থান করতে পারবেন না।
বরং এখন থেকে কর্মসূত্রে সফরে গেলে সুইজারল্যান্ডের অন্য একটি পাঁচতারা হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হবে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে সংস্থাটির একটি বড় অংকের অর্থ সাশ্রয় হবে।
২০১৫ সালে হোটেলটিতে দুই দফা পুলিশের অভিযান হয়। সেই অভিযানে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার একাধিক সদস্য ঘুষ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ও আটক হন।
ব্যয় সংকোচনের অংশ হিসেবে ফিফা কাউন্সিল সদস্যদের আগামী মাসের বৈঠকের সময় অন্য আরেকটি হোটেলে রাখা হবে।
কয়েকটি স্পন্সর হারানোর পর ফিফা এখন অর্থ বাঁচাতে চাপের মধ্যে রয়েছে।
সুইজারল্যান্ডের বিলাসবহুল ঐ হোটেলটি ফিফার গভর্নিং বডির কাছে বহু বছর ধরে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।