গাজীপুর ও টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১১ 'জঙ্গি' নিহত

ছবির উৎস, Focus Bangla
গাজীপুরে পুলিশের 'জঙ্গিবিরোধী' অভিযান
বাংলাদেশে সরকার বলছে, জঙ্গিদের 'আস্তানায়' নিরাপত্তা বাহিনীর চালানো পৃথক তিনটি অভিযানে সন্দেহভাজন ১১ জন জঙ্গি নিহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজধানী ঢাকার কাছে গাজীপুরের দুটো এলাকায় এবং টাঙ্গাইলে এসব অভিযান চালানো হয়।
গাজীপুরের পাতারটেকে চালানো অভিযানে মোট সাতজন, হারিনালে দু'জন এবং টাঙ্গাইলে আরো দু'জন নিহত হয়েছে।
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা এসব আস্তানায় আজ শনিবার সকাল থেকে অভিযান চালাতে শুরু করে।
অভিযানে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট এবং বিশেষ বাহিনী র্যাবের সদস্যরা অংশ নেয়।
নিহতদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানাতে পারেনি।
ছবির উৎস, Focus Bangla
গাজীপুরের যেখানে পুলিশের অভিযান পরিচালিত হয়
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন নিহতদের একজন নিউ জেএমবির ঢাকার বিভাগীয় কমান্ডার আকাশ।
তিনি বলেন, নারায়ণগঞ্জে চালানো অভিযানে তামিম চৌধুরী নিহত হওয়ার পর এই আকাশের নেতৃত্বে সংগঠিত হচ্ছিলো।
অভিযানে অংশগ্রহণকারী পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, দুর্গাপূজা ও আশুরাকে সামনে রেখে জঙ্গিরা হামলা চালানোর পরিকল্পনা করছিলো বলে তারা ধারণা করছেন।
পুলিশ বলছে, অভিযানের সময় সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু এসময় তারা বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশও তখন পাল্টা গুলি ছোঁড়ে।
তিনটি জায়গাতে প্রায় একই সময়ে এসব অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
ছবির উৎস, Focus Bangla
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা গাজীপুরের এই বাড়িতে অভিযান চালায়