ছবিতে গাজীপুরে পুলিশের 'জঙ্গিবিরোধী' অভিযান

বাংলাদেশে সরকার বলছে, জঙ্গিদের 'আস্তানায়' নিরাপত্তা বাহিনীর চালানো পৃথক তিনটি অভিযানে সন্দেহভাজন ১১ জন জঙ্গি নিহত হয়েছে। গাজীপুরে অভিযান চালানো হয় দুটো আস্তানায়, যাতে মোট ৯ জন নিহত হয়েছে। ছবিতে দেখুন গাজীপুরে পুলিশের কিছু অ্যাকশনের দৃশ্য:

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা গাজীপুরের এই বাড়িতে অভিযান চালায়

ছবির উৎস, Focus Bangla

ছবির ক্যাপশান,

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা গাজীপুরের এই বাড়িতে অভিযান চালায়

ছবির উৎস, Focus Bangla

ছবির ক্যাপশান,

সকাল থেকে গাজীপুরে এই অভিযান শুরু করে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট ও র‍্যাব

ছবির উৎস, Focus Bangla

ছবির ক্যাপশান,

গাজীপুরের যেখানে পুলিশের অভিযান পরিচালিত হয়

ছবির উৎস, Focus Bangla

ছবির ক্যাপশান,

পুলিশ যে বাড়িতে অভিযান চালায় সেখানে 'জঙ্গিরা' ভাড়া থাকতো বলে পুলিশ জানিয়েছে

ছবির উৎস, Focus Bangla

ছবির ক্যাপশান,

নিহতদের মৃতদেহ সরিয়ে নেওয়া হচ্ছে

ছবির উৎস, Focus Bangla

ছবির ক্যাপশান,

গাজীপুরে পুলিশের 'জঙ্গিবিরোধী' অভিযান। এখানে নিহত হয় ৭ জন