ইংল্যান্ড বোলিংয়ে, মাঠে নামছেন নাসির

খেলা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

প্রথম ওয়ানডেতে জয়ের কাছাকাছি পৈৗছেও হেরে যায় বাংলাদেশ

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

দলে থেকেও দীর্ঘদিন মূল একাদশের বাইরে থাকার পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছেন অল রাউন্ডার নাসির হোসেন।

মোশারফ হোসেন রুবেলের পরিবর্তে তাকে দলে নেয়া হয়েছে। রুবেল গত ম্যাচে কিছুটা ইনজুরিতে পড়েছিলেন।

নাসির হোসেন ছাড়া প্রথম ওয়ানডে থেকে বাংলাদেশ দলে আর কোন পরিবর্তন হয়নি।

ইংল্যান্ড দলেও ফিটনেস পরীক্ষা দিয়ে শেষপর্যন্ত খেলা নিশ্চিত করেছেন জনি বেয়ারস্টো। ইনজুরি কাটিয়ে দলে রয়েছে জেসন রয়ও।

শুক্রবার প্রথম ম্যাচে ২১ রানে হারে বাংলাদেশ দল। খেলার শেষদিকে প্রায় জিতে যাওয়া ম্যচটি হেরে যায় তারা। তিন ম্যাচের সিরিজটি বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে বাংলাদেশকে।

প্রথম ম্যাচে হারের জন্য বাজে ফিল্ডিংকে দায়ী করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেদিন তিনটি ক্যাচ মিস করেছিল বাংলাদেশের ফিল্ডাররা।

এই ম্যাচে ফিল্ডিংয়ের প্রতি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন মাশরাফি।