নিহত 'জঙ্গিদের' আসল পরিচয় জানতে চায় পুলিশ

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গাজীপুরের এই বাড়িতে অভিযান চালানো হয়েছিল।

ছবির উৎস, focus bangla

ছবির ক্যাপশান,

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গাজীপুরের এই বাড়িতে অভিযান চালানো হয়েছিল।

বাংলাদেশে গত শনিবার কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর অভিযানে যে ১২ 'জঙ্গি' নিহত হয়েছিল তাদের মধ্যে সাত জনের 'আসল পরিচয়' জানাতে আহবান জানিয়েছে পুলিশ।

ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর এবং সাভারে পুলিশ এবং র‍্যাব সে অভিযানগুলো পরিচালনা করেছিল।

এর মধ্যে পুলিশ যেসব অভিযান পরিচালনা করে সেখানে সাতজন 'জঙ্গি' নিহত হয়। বাকি পাঁচজন র‍্যাবের অভিযানে নিহত হয়। পুলিশের অভিযানে যারা নিহত হয়েছিল শুধু তাদের পরিচয় জানানোর জন্য আহবান জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অনলাইন বার্তায় এ আহবান জানানো হয়েছে। ইতোমধ্যে নিহত জঙ্গিদের ছবি প্রকাশ করেছে পুলিশ।

পুলিশ বলছে, " জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি যে জঙ্গিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে একাধিক ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরী।"

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন, গত শনিবার বাংলাদেশের গাজীপুর এবং টাঙ্গাইলে পৃথক তিনটি অভিযানে যে ১১ জন 'জঙ্গি' নিহত হয়েছে তাদের মধ্যে শীর্ষস্থানীয় একজনের নাম আকাশ। তিনি বলেছিলেন এটি তার ছদ্ম নাম।

পুলিশ বলছে, যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানে তাহলে ডিএমপি'র ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করতে পারে।