পৃথিবীর সবচেয়ে কেতাদুরস্ত ফেরীওয়ালা?
পৃথিবীর সবচেয়ে কেতাদুরস্ত ফেরীওয়ালা?
জিম্বাবুয়ের রাজধানী হারারেতে হাজার হাজার ফেরীওয়ালা প্রতিদিন রাস্তায় নানা জিনিস বিক্রি করেন।
এদের একজন ফারাই মুশায়াদেমো, তবে তিনি সবার চেয়ে একেবারেই আলাদা।
নিজের হাতে বানানো স্যুট পরে তিনি রাস্তায় নামেন, আর চেষ্টা করেন মানুষের মনোযোগ আকর্ষণ করতে।
বিবিসি জানার চেষ্টা করেছে তাঁর অনন্য স্টাইল সম্পর্কে জানতে।