ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে গেল বাংলাদেশ

ছবির উৎস, Getty Images
ইংল্যান্ড দল বাংলাদেশের বিপক্ষে সিরিজটি জিতলো ২-১ ব্যবধানে।
চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী ইংল্যান্ড চার উইকেটে বাংলাদেশকে পরাজিত করেছে।২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজটি জিতে নিলো ইংল্যান্ড।
টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ৬ উইকেটে ২৭৭ রান।
জবাবে ইংল্যান্ড ম্যাচের ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
আর তৃতীয় ওয়ানডেতে জয়ের পর ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিলো সফরকারীরা।
তবে এই ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল ৫০০০ রানের রেকর্ড করেছেন।
আর ওয়ানডেতে ইংল্যান্ডের খেলোয়াড় আদিল রশীদের সেরা পারফরম্যান্স ৪৩ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার। ম্যাচ সেরাও হয়েছেন আদিল রশিদ, তবে প্লেয়ার অব দা সিরিজ হয়েছেন বেন স্টোকস।
ছবির উৎস, Getty Images
রান আউট থেকে বাঁচারা চেষ্টা করছেন ইংল্যান্ডের জেমস ভিন্স
গত প্রায় দুই বছরে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জয়ের পর এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল।
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও এবার ইংল্যান্ডের সাথে সিরিজ হারের স্বাদই নিতে হলো বাংলাদেশের খেলোয়াড়দের।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ বড় স্কোরের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৭৭ রান করতে পেরেছে। তামিম ইকবাল ৪৫ রান, ইমরুল কায়েস ৪৬ রান, সাব্বির রহমান ৪৯ রানে আউট হয়ে গেলেও মুশফিকুর রহিম অর্ধশত রান করতে পেরেছেন, তাঁর সংগ্রহ ছিল ৬৭ রান।