চীনা প্রেসিডেন্টকে বঙ্গভবনে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

ছবির উৎস, Getty Images
বঙ্গভবনে চীনা প্রেসিডেন্টের খাবারের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি
বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তাঁর সফরসঙ্গীদের শুক্রবার বঙ্গভবনে এক নৈশভোজে আপ্যায়ন করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ। কি ছিল বঙ্গভবনের নৈশভোজের মেনুতে?
প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বিবিসি বাংলাকে জানান, মোট দশ পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় চীনা নেতাকে। এর মধ্যে ছিল কাচ্চি বিরিয়ানি, শামী কাবাবের মতো দেশি খাবার। তবে এর পাশাপাশি সিচুয়ান কায়দায় তৈরি চীনা খাবারও ছিল।
স্টার্টার হিসেবে ছিল পাপড় ভাজা, পুদিনার সস, চিকেন টিক্কা।
ছবির উৎস, EPA
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
বাংলাদেশি মিষ্টিও পরিবেশন করা হয় নৈশভোজে। ছিল রসগোল্লা।
বঙ্গভবনের নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরি, প্রধান বিচারপতি সহ সরকারের গণ্যমান্য ব্যক্তিরা।
বঙ্গভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল অতিথিদের জন্য।