বিশালাকৃতির জেড পাথর পাওয়া গেছে মিয়ানমারে

জেড পাথর

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান,

মিয়ানমারের কাচিন প্রদেশে বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর পাওয়া যায়

মিয়ানমারের এক খনি থেকে ১৭৫ টন ওজনের বিশাল এক জেড পাথর পাওয়া গেছে।

পাথরটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ, এবং ধারণা করা হচ্ছে এর মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ ডলার।

উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনি থেকে বিশালাকৃতির এই জেড পাথরটি পাওয়া যায়।

মিয়ানমার বা বার্মাতেই বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর পাওয়া যায়। জেড সবুজ রংয়ের প্রায়-স্বচ্ছ একটি পাথর।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান,

বিশালাকৃতির জেড পাথরটির ওজন প্রায় ১৭৫ টন

বার্মার মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে।

জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে "স্বর্গের পাথর" হিসেবে আখ্যায়িত করা হয়।