নাজিমউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার

নাজিমউদ্দিন গণজাগরণ মঞ্চের একজন কর্মী ছিলেন।
বাংলাদেশে পুলিশ বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন সামাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে রশিদুন নবী ভুঁইয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাসুদুর রহমান বিবিসিকে জানিয়েছেন গত রাতে সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
রাতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের গোয়েন্দা বিভাগ একসাথে সেখানে অভিযান চালায়।
এবছরের এপ্রিল মাসের ৬ তারিখ রাতে পুরাণ ঢাকার ঋষিকেশ দাশ রোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে নাজিমউদ্দিনকে হত্যা করে।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিলেন। নাজিমউদ্দিন গণজাগরণ মঞ্চের একজন কর্মী ছিলেন।