নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির একটি অফিসে আগুনে বোমা হামলা

ছবির উৎস, AP
আগুনে বোমায় ক্ষতিগ্রস্ত পার্টি অফিসের অভ্যন্তরভাগ
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারের মধ্যে এক 'আগুনে বোমা হামলায়' রিপাবলিকান পার্টির একটি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয় নি।
অরেঞ্জ কাউন্টি রিপাবলিকান পার্টি হেডকোয়ার্টারের জানলা দিয়ে গতরাতে কে বা কারা দাহ্য তরল পদার্থভর্তি একটি বোমা ছুঁড়ে মারে।
এতে বেশ কিছু কাগজপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়। তা ছাড়া কাছেই আরেকটি ভবনে স্প্রে দিয়ে লিখে দেয়া হয় "নাৎসী রিপাব্লিকানরা এই শহর ছেড়ে যা, না হলে..."।
রিপাবলিকান পার্টির এক নেতা একে 'রাজনৈতিক সন্ত্রাসবাদ' বলে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ জন্য ডেমোক্র্যাট সমর্থকদের দায়ী করেছেন।
ছবির উৎস, AP
পুড়ে যাওয়া নির্বাচনী প্রচারপত্র
তিনি এক টুইটার বার্তায় লিখেছেন: "হিলারি ক্লিনটন ও 'ডেম'দের প্রতিনিধিত্বকারী জানোয়াররা নর্থ ক্যারোলাইনায় অরেঞ্জ কাউন্টিতে আমাদের অফিসে আগুনে বোমা মেরেছে, কারণ আমরা জিতছি।"
অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এ ঘটনাকে 'ভয়াবহ এবং অগ্রহণযোগ্য' বলে এর নিন্দা করেছেন।
এ ঘটনার পর অন্যান্য রিপাবলিকান কার্যালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: মুশতাকের মৃত্যু আর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন
চলতি সপ্তাহে একটি খবর অনেককে নাড়া দিয়েছে, আর সেটা হল কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু।