টাঙ্গাইলের সেই স্কুলছাত্রকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট

ছবির উৎস, FARJANA KHAN GODHULY
বাংলাদেশ হাইকোর্ট
বাংলাদেশে টাঙ্গাইলের এক স্কুলছাত্র ফেসবুকে স্থানীয় এমপিকে হুমকি দিয়েছে, এমন অভিযোগে তাকে মোবাইল কোর্টের দেয়া দুই বছরের কারাদণ্ড, বাতিল করে হাইকোর্ট আজ তাকে বেকসুর খালাস দিয়েছে।
সেই সঙ্গে টাঙ্গাইলের সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার এবং বিষয়টির বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত।
ওই স্কুল ছাত্রের আইনজীবী খুরশিদ আলম খান বিবিসি বাংলাকে বলেছেন, আদালত সখিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম ও সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে ঢাকা বিভাগের বাইরে বদলির জন্য ব্যবস্থা নিতে মহা পুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রণালয়কে আদেশ দিয়েছে।
সেই সঙ্গে স্কুলছাত্র সাব্বির হোসেনের জবানবন্দির আলোকে বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করতে টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসে ওই ছাত্রকে কারাদণ্ড দেবার ঘটনা ইংরেজি দৈনিক দ্য ডেইলী স্টার পত্রিকায় প্রকাশিত হলে আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি আদালতের নজরে আনলে গত ২০শে সেপ্টেম্বর তাকে জামিন দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে তলব করে আদালত।