চট্টগ্রামে অভিষেক টেস্টের প্রথম দিনে মিরাজের পাঁচ উইকেট

মেহেদি হাসান মিরাজ

ছবির উৎস, DIBYANGSHU SARKAR/Gettty

ছবির ক্যাপশান,

মেহেদি হাসান মিরাজ

বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজ তার অভিষেক টেস্ট ম্যাচের প্রথম দিনে পাঁচজন ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন।

মাত্র ১৮ বছরের এই তরুণের ঘূর্ণি বলে সারাদিনই অস্বস্তিতে ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

যে দুজন ইংলিশ ব্যাটসম্যান - মইন আলী এবং জনি বেয়ারস্টো - প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তারাও শেষ পর্যন্ত মিরাজের বলে ধরাশায়ী হন।

তৃতীয় সর্বোচ্চ রান করেছেন যিনি সেই জো রুটের উইকেটটিও নিয়েছেন মিরাজ।

দিনের শেষে স্কাই স্পোর্টস টিভিকে মিরাজ বলেন, "আমি খুব খুশি।"

সারাদিনে মিরাজ বল করেন ৩৩ ওভার। রান দিয়েছেন মাত্র ৬৪।

ছবির উৎস, Gareth Copley/ Getty

ছবির ক্যাপশান,

প্রথম দিনেই একে একে পাঁচ ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মেহেদি হাসান মিরাজ

মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন।

চট্টগ্রামের টেস্টে বাংলাদেশের নির্বাচকরা তাকে সুযোগ দিয়েছেন। সন্দেহ নেই তারা অনুশোচনা করছেন না।

তবে মিরাজের অসামান্য বোলিং পারফরমেন্স স্বত্বেও দিন শেষে উল্লেখযোগ্য রান তুলতে সমর্থ হয়।

মইন আলীর ৬৮ এবং বেয়ারস্টোর ৫২ রানের ওপর ভর করে ৭ উইকেটে ২৫৮ রানে তাদের দিন শেষ করে।

চট্টগ্রামে আজ দিন ছিল স্পিনারদের। সাকিব আল হাসান অধিনায়ক অ্যালেস্টার কুক এবং বেন স্টোকসের গুরুত্বপূর্ণ উইকেট দুটো নিয়েছেন।