ভারতে পান বাহারের বিজ্ঞাপনে সাবেক বন্ড ব্রসনানের ছবি বিতর্ক সৃষ্টি করেছে

পানবাহারের বিজ্ঞাপনে পিয়ের্স ব্রসনান
ভারতে 'পান বাহার' নামে মুখ পরিষ্কার করার পণ্যের এক বিজ্ঞাপনে সাবেক জেমস বন্ড তারকা পিয়ের্স ব্রসনানের ছবি বের হবার পর মি. ব্রসনান অভিযোগ করেছেন, তার ছবি 'অননুমোদিতএবং বিভ্রান্তিকরভাবে' ব্যবহৃত হয়েছে্
তিনি এ পণ্যের প্রস্তুতকারক অশোক এন্ড কোম্পানিকে এই বিজ্ঞাপন থেকে তার সব ছবি সরিয়ে ফেলতে বলেছেন।
এই পণ্যটিকে অনেকে তামাক পাতা দিয়ে তৈরি 'পান মসালা' এবং 'গুটকা'-র সমগোত্রীয় বলে মনে করেন। এগুলোতে তামাক, সুপারি ও লবঙ্গ মিশ্রিত থাকে - যা নেশা এবং আসক্তি সৃষ্টি করে। এটা খাবার পর লোকের থুথু লাল হয়ে যায় এবং ভারতে লক্ষ লক্ষ লোক তা পানের পিকের মতো রাস্তায় ফেলে থাকে।
এতে ক্যান্সার হতে পারে বলে মনে করা হয়, এবং ভারতের বহু রাজ্যে এর বিক্রি বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
মি. ব্রসনান বলেছেন এই বিজ্ঞাপনে তাকে দেখা যাওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন।
এ ব্যাপারে মন্তব্য করার জন্য অশোক কোম্পানির কাউকে পাওয়া যায় নি।

সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে এ বিজ্ঞাপন নিয়ে
তাদের ওয়েবসাইটটিতে 'মেরামতের কাজ চলছে' বলে একটি বার্তা দেখা যায়।
তবে এই বিজ্ঞাপন যখন প্রথম বেরিয়েছিল, তখন কোম্পানিটি বলেছিল, লোকের মনে এ পণ্যটি নিয়ে বিভ্রান্তি রয়েছে বেইএ বিতর্ক তৈরি হয়েছে, এবং পান বাহারে কোন তামাক বা নিকোটিন নেই।
এ নিয়ে সামাজিক যোগাোগ মাধ্যমে ক্ষোভ সৃষ্টি হয়েছে যে পিয়ের্স ব্রসনান 'ক্যান্সারের পক্ষে প্রচার চালাচ্ছেন'।
মি. ব্রসনান বলেছেন, কোম্পানিটি মিডিয়া এজেন্সিগুলোকে ব্যবহার করে তাকে এ পণ্যের দূত হিসেবে তুলে ধরেছে।
এতে যারা ক্ষুব্ধ হয়েছেন তাদের প্রতি দু:খ প্রকাশ করে মি. ব্রসনান বলেন, তার স্ত্রী, মেয়েএবং অনেক বন্ধু ক্যান্সারে মারা গেছেন, তাই তিনি মানুষের স্বাস্থ্যের উন্নতির গবেষণার প্রতি অঙ্গীকারবদ্ধ।