নোবেল বিজয়ের খবরে বব ডিলানের নীরবতা ‘উদ্ধত এবং অভদ্রতা’র পরিচায়ক

ছবির উৎস, EPA
বব ডিলান
সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ের খবর পাওয়ার পরও নীরব থেকে 'উদ্ধত এবং অভদ্রতা'র পরিচয় দিয়েছেন বব ডিলান, এমনটি মনে করেন নোবেল কমিটির একজন সদস্য।
গত সপ্তাহে ৭৫ বছর বয়সী এই সঙ্গীতজ্ঞকে সাহিত্যে নোবেলের জন্য মনোনীত করার খবর বের হলে তা সারা বিশ্বের মানুষকেই চমকিত করে।
কিন্তু এরপর বব ডিলানের সাথে যোগাযোগের সব রকমের চেষ্টা করেই ব্যর্থ হয় সুইডিশ একাডেমি।
সুইডেনের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে একাডেমির সদস্য পার ওয়াস্টবার্গ বলেন, 'তিনি এরকমই'।
এই খবরটি যে বব ডিলান অগ্রাহ্য করবে, তাতে খুব একটা বিস্ময়ের কিছু নেই, বলছিলেন মি. ওয়াস্টবার্গ।
গত সপ্তাহেই বব ডিলানের ওয়েবসাইট থেকে তার নোবেল পুরস্কার পাওয়া সংক্রান্ত তথ্য সরিয়ে ফেলা হয়েছে।
মি. ডিলান আগামী ১০ই ডিসেম্বর স্টকহোমে নোবেল পদক গ্রহণ করতে যাবেন কি না, তা এখনো অজানা।
তবে তিনি না গেলেও, তাকে ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান এগিয়ে যাবে এবং তার বর্ণাঢ্য কর্মজীবনকে তুলে ধরে হবে, বলছিলেন মি. ওয়াস্টবার্গ।
এর আগে ফরাসি লেখক ও দার্শনিক জাঁ পল সত্রে ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।