শরণার্থী শিশুদের অবৈধভাবে কাজে লাগানো হচ্ছে

শিশুরা পোশাক কারখানায় কাজ করছে
ছবির ক্যাপশান,

শরণার্থী শিশুরা তুরস্কের পোশাক কারখানায় কাজ করছে

বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে সিরিয়ার শরনার্থী শিশুদেরকে অবৈধভাবে তুরস্কের পোশাক কারখানায় কাজে লাগানো হচ্ছে।

বিবিসির টেলিভিশন অনুষ্ঠান প্যানোরামা একটি দল দেখেছে শিশুরা কোন প্রকার কাজের অনুমোদন ছাড়া নির্দিষ্ট সময়ের অনেক বেশি ঘন্টা কাজ করছে।

শরণার্থী শিশুরা এমন সব পোশাক কারখানায় কাজ করছে যে কারখানাগুলো মূলত যুক্তরাজ্যের ক্রেতাদের জন্য পোশাক বানায়।

তারা ব্রিটিশ কোম্পানি মার্কস এন্ড স্পেন্সার এবং অনলাইন রিটেইলার এএসওস এর জন্য পোশাক তৈরি করে- প্যানোরামার অনুসন্ধানে এমনটা বের হয়ে এসেছে। ব্র্যান্প 'জারা' এবং 'ম্যাঙ্গো'র জন্য জিন্স তৈরির কাজও করছে এসব শরণার্থী শিশুরা।

এদিকে পোশাকের এই দুটি ব্র্যান্ড বলেছে তারা কোনও ধরণের শিশু শ্রম ও শোষন সহ্য করবে না।