খেলার মাঝখানে নিজের চুল কেটে ফেললেন টেনিস তারকা কুজনেটসোভা

সভেতলানা কুজনেটসোভা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

নিজের চুল কাটছেন কুজনেটসোভা

ডাব্লিউটিএ'র ফাইন্যালে আ্যগনিয়েস্কা রাডওয়ানস্কার বিরুদ্ধে খেলার সময় রুশ তারকা সভেতলানা কুজনেটসোভা যে কাজটি করলেন, তা দেখে সবাই হতভম্ব। একজনের কাছ থেকে কাঁচি চেয়ে নিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে ফেললেন নিজের চুল।

খেলার তৃতীয় সেটের শুরুতে এই কাজটি করেন কুজনেটসোভা। তার সুন্দর পনিটেল করা চুলের গুচ্ছ গোড়া থেকে কেটে ফেলেন।

খেলা শেষে তিনি জানিয়েছেন, বেণী করা চুলের গুচ্ছ তার খেলায় বার বার ব্যাঘাত ঘটাচ্ছিল। এটি বার বার তার কপালের সামনে চলে আসছিল। যখনই তিনি কোন ভালো শট খেলার চেষ্টা করছিলেন, তখনই এই চুলের গোছা তার চোখে আঘাত করছিল।

"তখন আমার মনে হলো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমার চুল, যা আবার বড় হবে, নাকি এই ম্যাচ?"

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

নিজের চুল কেটে ফেলে দিচ্ছেন কুজনেটসোভা

সভেতলানার কুজনেটসোভা তৃতীয় সেটের শুরুতে আম্পায়ারকে অনুরোধ করেন তাকে একজোড়া কাঁচি দেয়ার জন্য। এরপর সেই কাঁচি দিয়ে চুল কাটা শুরু করেন।

খেলায় তাঁর প্রতিদ্বন্দ্বী রাডওয়ানস্কা জানান, এ ঘটনা সম্পর্কে তিনি জানতেন না। তবে কুজনেটসোভা তার সুন্দর চুলের চাইতে যে খেলাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন, তার প্রশংসা করেন তিনি।

'এটাই রক্ষা যে তিনি আর কিছু কেটে ফেলেন নি। আমার মনে হয় মাথার চুল সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়।"

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

খেলার আগে আর পরে সভেতলানা কুজনেটসোভার চুল

তিন ঘন্টার এক নাটকীয় ম্যাচের মাঝে এই ঘটনা দেখে বিস্মিত হন দর্শকরা। তবে শেষ পর্যন্ত ম্যাচে জয়ী হন তিনিই।