সাইকেল রেসে পর্বত বিজয়

ছবির উৎস, Michael Blann
সাইকেল রেস এবং পর্বতের সম্পর্ক ক্যামেরাবন্দী করার লক্ষ্যে যাত্রা শুরু করেন পেশাজীবী ফটোগ্রাফার এবং সাইক্লিস্ট মাইকেল ব্লান।

ছবির উৎস, Michael Blann
উত্তর ফরাসী আল্পসের কল দু গালিবিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬৪৫ মিটার (৮,৬৮১ ফুট) উঁচুতে অবস্থিত। স্টিফেন রোচ ১৯৮৭ সালের টুর দ্য ফ্রান্স রেসের সময় দ্রুত গতিতে রেলিং-বিহীন সরু পথ দিয়ে দল বেঁধে নেমে আসাকে 'স্রেফ পাগলামি' বলে বর্ণনা করেন।
ছবির উৎস, Michael Blann
টুর দ্য ফ্রান্স রেসের যাত্রাপথের দুদিকে প্রায়ই দর্শকরা দাঁড়িয়ে থাকেন, যেমন এখানে কর দু টুরমালেতে।
ছবির উৎস, Michael Blann
টুর দ্য সুইস সাইকেল রেসের একটি আকর্ষণ হচ্ছে গথার্ড গিরিপথ, যেখানে সাইক্লিস্টদের ২,১০৬ মিটার বা ৬,৯০৯ ফুট উঁচুতে উঠতে হয়।
ছবির উৎস, Michael Blann
গথার্ড গিরিপথের একটি অংশ হচ্ছে দ্য ডেভিল'স ব্রিজ বা শয়তানের সেতু।
ছবির উৎস, Michael Blann
সাইক্লিস্ট অ্যালান পাইপার তার সব চেয়ে স্মরণীয় রেসগুলোর একটি পেয়েছিলেন ইতালীয় আল্পসের গাভিয়া গিরিপথে, প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বরফ ঢাকা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে। ''আপনি যখন পাহাড়ে উঠছেন, তখন আপনার মনে অনেক কিছু ভেসে আসে'', তিনি বলেন। ''আমার মনে পুরনো গান চলে আসতো, পুরনো স্মৃতি - কিন্তু আজকের মত দিনে আমি আমার অন্তর থেকে অনুভব করছিলাম।''
ছবির উৎস, Michael Blann
লাসেট দ্য মঁভেরনিয়েকে মাঝে মাঝে আল্পসের খেলনা গাড়ির রেস ট্র্যাকের সাথে তুলনা করা হয়। এই পাহাড়ে উঠতে ১৫০ মিটার বা ৫০০ ফুট পর পর ১৮টি কঠিন বাঁক আছে।
ছবির উৎস, Michael Blann
পিরানিস পর্বতমালার সার্ক দু লিটর-এর মধ্য দিয়ে দুটো সুরঙ্গর একটি হচ্ছে কল দ্য'বিসকে।
ছবির উৎস, Michael Blann
কল দ্য পেরেসুর্দ ৫০ বারেরও বেশি টুর দ্য ফ্রান্সের যাত্রাপথে অন্তর্ভুক্ত হয়েছে।
Mountains: Epic Cycling Climbs by Michael Blann is published by Thames & Hudson
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: বাক স্বাধীনতা, জিয়ার খেতাব আর ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় হবার পর, অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশে মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতার ক্ষেত্র শক্তিশালী হবে?