পাকিস্তানি কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ভারতের

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ভারতের সম্পর্কে চরম অবনতি হয়েছে।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান,

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ভারতের সম্পর্কে চরম অবনতি হয়েছে।

পাকিস্তানের একজন কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে ভারত।

ভারত বলছে ঐ কূটনীতিককে অবশ্যই ভারত ছেড়ে যেতে হবে।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পাকিস্তানি হাই কমিশনে কাজ করা ঐ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কিন্তু আইনগত ব্যবস্থা না নেয়ার কূটনৈতিক সুবিধা পাওয়ার কারণে পরে ঐ কূটনীতিককে ছেড়ে দেয়া হয়।

খবরে আরো বলা হচ্ছে ভারতের রাজস্থান প্রদেশ থেকে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বলা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ঐ কূটনীতিকের কাছে প্রেরণ করছিল তাঁরা।

তবে পাকিস্তানের তরফ থেকে কোন মন্তব্য পাওয়া যায় নি।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

কাশ্মীর ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে

ভারতের বার্তা সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হচ্ছে ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিত কে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের সংবাদপত্র ডন এই বিষয়ে খবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ভিকাশ স্বরুপ এর করা একটি টুইট উল্লেখ করেছে।

সেখানে পাকিস্তানি রাষ্ট্রদূত কে তলব করার ব্যাপারে বলা হয়েছে।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পরেছে দেশ দুটির চলচ্চিত্র জগতে।