শাকুর মজিদ: নাট্যকার, ভ্রমণ কাহিনী লেখক ও তথ্যচিত্র নির্মাতা
শাকুর মজিদের পরিচয় দিতে গেলে অনেক কিছুই বলতে হয়।
মূলত তিনি একজন নাট্যকার। কিন্তু এছাড়াও তার আরো একটি বড় পরিচয় ভ্রমণ কাহিনী রচয়িতা হিসেবে।
ভ্রমণের ওপর টেলিভিশনের জন্যে তিনি বহু তথ্যচিত্রও বানিয়েছেন। কবিতা এবং গল্পও লিখেন তিনি।
আর পেশায় একজন স্থপতি।
সিলেট বেতারে রেডিও নাটক দিয়ে তার নাট্যকার জীবনের শুরু। মাত্র ১৯ বছর বয়সে সিলেটের আঞ্চলিক ভাষায় তিনি লিখেছিলেন ‘যে যাহা করোরে বান্দা আপনার লাগিয়া।’
তখন থেকেই তার নাম ডাকের শুরু।
এরপর আর থেমে থাকতে হয়নি তাকে।
টেলিভিশন নাটক বানিয়ে চলেছেন একের পর এক। টেলিফিল্মও বানিয়েছেন কয়েকটি।
লন্ডনী কইন্যা নামে একটি টেলিভিশন নাটক লিখে তিনি সিলেটে ও লন্ডনে নন্দিত ও নিন্দিত দুটোই হয়েছেন।
এই নাটকটিই তাকে নাম ও জনপ্রিয়তা এনে দেয়।
ছবির উৎস, Shakoor Majid
লন্ডনে বিবিসির স্টুডিওতে শাকুর মজিদের সাক্ষাৎকার নিচ্ছেন মিজানুর রহমান খান
শাকুর মজিদ বলেছেন, নিজের কিছু কথা খুব সহজে মানুষের কাছে তুলে ধরার জন্যে তিনি নাটক লিখেন।
রেডিও নাটক দিয়ে শুরু হলেও তিনি কিন্তু পরে আর রেডিও নাটক লিখেন নি।
তিনি বলেছেন, মূলত টেলিভিশন নাটকের প্রতি মোহ থেকেই তিনি আর রেডিওতে ফিরে যাননি। কারণ টেলিভিশনের দর্শক সংখ্যা।
মঞ্চনাটকও লিখেছেন তিনি।
দেশে বিদেশে বেড়াতে পছন্দ করেন শাকুর মজিদ। ভ্রমণের সময় তিনি ক্যামেরায় ছবি তোলেন। এবং ভিডিও করেন।
পরে সেসব ছবি দিয়ে তিনি তৈরি করেছেন তিনশোটিরও বেশি তথ্যচিত্র।
একই সাথে ছবির অ্যালবামও।
শাকুর মজিদ তার লেখালেখি, নাটক, ভ্রমণ কাহিনী, তথ্যচিত্র, টেলিভিশনের বর্তমান নাটকের মান ইত্যাদি বিষয় নিয়ে তিনি বিবিসি বাংলাকে এই সাক্ষাৎকারটি দিয়েছেন।
লন্ডন স্টুডিওতে তার এই সাক্ষাৎকারটি নিয়েছেন মিজানুর রহমান খান।