ঢাকায় ভারতীয় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার : পুলিশ

ছবির উৎস, Google Map
ঢাকার গাবতলি থেকে ঐ ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশে রাজধানী ঢাকায় ভারতীয় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।
আরো উদ্ধার করা হয়েছে ৩৫টি গুলি ও ১২টি ম্যাগাজিন।
আজ ঢাকা মহানগর পুলিশের কাছে থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের এসএমএম বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
তাতে আরো বলা হয়েছে গতকাল সোমবার রাতে গাবতলি এলাকা থেকে খাইরুল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যিনি ভারতীয় নাগরিক।
বাংলাদেশে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান আসে বলে অভিযোগ রয়েছে।
এর আগে ভারতীয় একটি কাগজে বলা হয়েছে গুলশান হলি আর্টেজান ক্যাফেতে হামলায় ব্যবহৃত অস্ত্র ভারতে তৈরি হয়েছে।