বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন গ্যারেথ বেল

ছবির উৎস, Getty Images
গ্যারেথ বেল, পৃথিবীর সবচেয়ে দামি ফুটবলার
রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেল তার ক্লাবের সাথে নতুন যে চুক্তি স্বাক্ষর করেছেন - তাতে এখন তিনিই পৃথিবীর সবচাইতে দামি ফুটবলার।
জানা গেছে, নতুন এই চুক্তি অনুযায়ী গ্যারেথ বেলের বেতন হবে প্রতি সপ্তাহে ৬ লাখ পাউন্ডের সমপরিমাণ।
এই চুক্তির আর্থিক তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ বা নিশ্চিত করা হয় নি।
তবে নতুন চুক্তির কথা প্রকাশ করে ব্রিটেনের প্রভাতী সংবাদপত্র 'মেট্রো' জানাচ্ছে, গ্যারেথ বেলের সাপ্তাহিক বেতন হবে ৬ লাখ পাউন্ড।এখান থেকে প্রায় আড়াই লাখ পাউন্ড সমপরিমাণ অর্থ তাকে আয়কর দিতে হবে - তবে কর দেবার পরও তার আয় হবে প্রতি সপ্তাহে সাড়ে ৩ লাখ পাউন্ড।
ছবির উৎস, Getty Images
চুক্তি স্বাক্ষর করছেন বেল, পাশে রিয়াল মাদ্রিদের পেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজ
বাংলাদেশী মুদ্রায় এটা প্রায় সাড়ে তিন কোটি টাকা, প্রতি সপ্তাহে।
রিয়াল মাদ্রিদের হয়ে এর মধ্যে দু বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন গ্যারেথ বেল। তিনি এর আগে ইংলিশ ক্লাব সাউদাম্পটন এবং টটেনহ্যাম হটস্পারে খেলেছেন। এছাড়া তিনি ওয়েলসের জাতীয় দলেও খেলেন।
ছবির উৎস, Getty Images
গ্যারেথ বেল
টটেনহ্যাম থেকে ২০১৩ সালে বেলকে রিয়াল মাদ্রিদ ৮৫ মিলিয়ন ( ৮ কোটি ৫০ লাখ) পাউন্ডের রেকর্ড দামে তাকে কিনে নেয় - যা তাকে তখন ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করে।
অবশ্য এই অর্থটা পায় কেনাবেচায় জড়িত ক্লাব। আর খেলোয়াড় পান একটা সাপ্তাহিক বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
রিয়াল মাদ্রিদের হয়ে ১৩৫টি ম্যাচ থেলে গ্যারেথ বেল ৬২টি গোল করেছেন।
রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেলের সহযোগী তারকারা হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং করিম বেনজেমা।