কক্সবাজারের সরকার দলীয় এমপি বদির ৩ বছরের কারাদণ্ড

বিবিসি বাংলা

ছবির উৎস, BANGLADESH PARLIAMENT

ছবির ক্যাপশান,

আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক।

দুইবছর আগে দুদকের মামলায় আত্মসমর্পন করে ১৯ দিনের মত কারাভোগ শেষে জামিন পাওয়ার পর তাকে বরণ করে নিতে দলীয় কর্মীরা শতাধিক তোরণ তৈরি করেছিল যা ব্যাপকভাবে খবরের শিরোনাম হয়েছিল।।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা কক্সবাজারের সরকার দলীয় সেই সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

কক্সবাজার-৪ আসনের এমপি মি. রহমানের বিরুদ্ধে জানা আয়ের বাইরে সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে এই মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন।

রায়ে তাকে দশ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আর তা দিতে ব‌্যর্থ হলে আরও তিন মাস কারাভোগ করতে হবে মি. রহমানকে।

আওয়ামী লীগের এই এমপি মি. রহমানের উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ -এর বিচারক রায় ঘোষণা করেন আজ।

২০১৪ সালে দুদকের করা এই মামলায় গত বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগ গঠন হয়। মামলার যুক্তিতর্ক শুনানি শেষে মামলার রায় ঘোষণার জন্য আজকের তারিখ স্থির করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয় মি. রহমান আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখের বেশি টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন।