সন্তানকে হেরোইন দেয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে

হেরোইন

ছবির উৎস, Science Photo Library

ছবির ক্যাপশান,

যুক্তরাষ্ট্রে হেরোইন ও আফিমের ব্যবহার যেন মহামারি আকার ধারণ না করে সে প্রচেষ্টায় আছে দেশটি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক দম্পতি তাদের তিন সন্তানকেই ঘুম পাড়ানোর জন্য হেরোইন প্রয়োগ করতেন,এমন অভিযোগে সেখানকার পুলিশ তাদের গ্রেফতার করেছে।

পুলিশ বলছে, অ্যাশলে হাট এবং ম্যাক লিওরি ম্যাকাইভারের তিন সন্তানের বয়স যথাক্রমে ছয়, চার এবং দুই বছর। আর এদের যে ঘর থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ইঁদুরের বিষ্ঠা, হেরোইন ব্যবহৃত ইনজেকশন, হেরোইনভর্তি প্যাকেটও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মিস হাটএবং মি: ম্যাকাইভার দুজনের বিরুদ্ধেই শিশুদের জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।

আদালতে তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে ছয় বছরের শিশুটিকে উদ্ধৃত করে বলা হয়, তাদের বাবা-মা ভালো লাগার ওষুধ ইনজেকশনের মাধ্যমে পুশ করতো। শিশুটি জানিয়েছে, সাদা রংয়ের পাউডার পানিতে মিশিয়ে তাদের ইনজেকশন দেয়া হতো। দুটি শিশুর দেহ পরীক্ষা করে মাদক পাওয়া গেছে এবং শরীরে ইনজেকশন পুশ করার ক্ষতচিহ্নও পাওয়া গেছে।

শিশুদের বাবা-মা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে, তবে তারা যে হেরোইনে আসক্ত সেটা স্বীকার করেছে। শিশুদের গত বছরের নভেম্বরে ওই বাসা থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে পুলিশের মুখপাত্র বলেছে, শিশুরা বাজে একটা পরিবেশে বাস করতো। হেরোইনের বিষয়টা বাদ দিলেও সেখানে বসবাসের কোনো পরিবেশই ছিল না।

ছবির উৎস, BBC/Twitter

ছবির ক্যাপশান,

শিশুদের মা-কে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।