বাগেরহাটে অস্ত্রসহ চার সন্দেহভাজন 'জঙ্গি' আটকের দাবি পুলিশের

বাংলাদেশ
ছবির ক্যাপশান,

পুলিশ বলছে তারা নিশ্চিত যে আটককৃতরা জেএমবি সদস্য

বাংলাদেশের বাগেরহাট শহর থেকে অস্ত্র সহ চার সন্দেহভাজন 'জেএমবি সদস্য'কে আটকের দাবি করছে পুলিশ।

জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বিবিসিকে জানান তারা নিশ্চিত হয়েছেন এরা জেএমবির সদস্য ও নাশকতার পরিকল্পনা নিয়েই তারা বাগেরহাট শহরের খ্রিস্টানপল্লি এলাকায় সমবেত হয়েছিলো।

তিনি জানান রাতে বিভিন্ন স্থান থেকে আসা জেএমবি সদস্যরা শহরের একটি স্থানে সমবেত হওয়ার পর পুলিশ খবর পেয়ে অভিযান চালালে তারা হাত বোমা ছুঁড়তে শুরু করে।

এরপর পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে জঙ্গিদের মধ্যে চারজন বেশ কিছু অস্ত্রসহ ধরা পড়ে।

ছবির ক্যাপশান,

চট্রগ্রাম থেকে জেএমবির এসব অস্ত্র ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করেছিলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (ফাইল ফটো)

কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

কিন্তু তারা জেএমবি সদস্য বা জঙ্গি এটি পুলিশ নিশ্চিত হতে পেরেছে কি-না এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, "আমরা সম্পূর্ণ নিশ্চিত। তারা বিশেষ পরিকল্পনা নিয়েই শহরে এসেছিলো"।

তিনি জানান আটক হওয়া চারজনের কাছে দেশি পিস্তল, ধারালো অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।