কুইজ: কোন্ বিশ্বনেতার সাথে আপনার মিল সবচেয়ে বেশি?
বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তিদের সঙ্গে নিজের তুলনা আপনি কীভাবে করবেন? আপনি কি শিক্ষাগত যোগ্যতায় তাদের উপরে? আর বয়সের বিচারে? আপনি কি তাদের থেকে বয়সে বড় না ছোট? চাকরিতে আপনার অভিজ্ঞতা কি আরও বেশি?
বিবিসি মনিটরিং-এর সঙ্কলিত তথ্যের ভিত্তিতে দেখে নিন ১৯৫জন বিশ্ব নেতার সঙ্গে তুলনামূলক বিচারে আপনার অবস্থান কোথায়।
বয়স
বিশ্বনেতাদের বয়স কত?
এদের বেশিরভাগের বর্তমান বয়স ৫০ থেকে ৭০এর মধ্যে, তবে ব্যতিক্রমও রয়েছে। একজন বিশ্বনেতার গড় বয়স ৬২। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোয় নেতাদের বয়স এর থেকে বেশি হয়।ইউরোপে নেতাদের বয়স তুলনামূলকভাবে কম। বর্তমানে বিশ্বের প্রতি দশজন তরুণ বিশ্বনেতার মধ্যে ৮জনই ইউরোপীয়।
আপনি কি জানেন?
গড় হিসাবে আফ্রিকার নেতাদের বয়স ইউরোপের নেতাদের তুলনায় ১০ বছরেরও কিছু বেশি।
শিক্ষা
সার্বিকভাবে বিশ্বনেতারা যথেষ্ট শিক্ষিত। তাদের সঙ্গে তুলনা করলে আপনার অবস্থান কোথায়?
বিশ্বনেতাদের শিক্ষাগত যোগ্যতা কী?
বিশ্বনেতাদের প্রায় ৮০% বিশ্ববিদ্যালয় শিক্ষিত। এদের মধ্যে জনপ্রিয় বিষয়গুলো হল ব্যবসা, অর্থনীতি এবং আইন।
১৮ জন বিশ্বনেতা কোনো না কোনোভাবে সামরিক শিক্ষা নিয়েছেন। এদের মধ্যে চারজন স্যান্ডহার্সটে যুক্তরাজ্যের রয়্যাল সেনা অ্যাকাডেমিতে শিক্ষা নিয়েছেন।
তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও জেকব জুমার জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পথে তা কোনো বাধা সৃষ্টি করে নি।
বেশিরভাগ বিশ্ব নেতা কোন্ দেশে পড়াশোনা করেছেন?
যুক্তরাষ্ট্রে পড়াশুনা করেছেন
বর্তমান বিশ্বনেতাদের ১৬ শতাংশ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছেন। এসব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ব্যক্তিরা এমনকী মঙ্গোলিয়া, মালদ্বীপ এবং মাইক্রোনেশিয়ার শাসনক্ষমতায় রয়েছেন।
যুক্তরাজ্যে পড়াশুনা করেছেন
লেখাপড়ার জন্য বিশ্বনেতাদের মধ্যে ১০ শতাংশের পছন্দের জায়গা যুক্তরাজ্য।
ফ্রান্সে পড়াশুনা করেছেন
শিক্ষার জন্য পছন্দের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। বিশেষ করে ফরাসি ভাষাভাষী পশ্চিম আফ্রিকার দেশগুলোর নেতাদের ৮ শতাংশ ফরাসি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছেন।
আপনি কি জানেন?
বিশ্বের সবচেয়ে ধর্মগরিষ্ঠ একটি দেশের প্রধান পোপ ফ্রান্সিস।কিন্তু তিনি প্রাথমিকভাবে পড়াশোনা করেন রসায়ন নিয়ে। তিনি একজন প্রশিক্ষিত গবেষণাগার প্রকৌশলী।
চাকরির মেয়াদকাল
অধিকাংশ দেশে, নির্বাচন ও নির্ধারিত মেয়াদে ক্ষমতায় থাকার নিয়মের কারণে দীর্ঘদিন কাজে থাকা ক্রমশ কঠিন হয়ে গেছে। কিন্তু কিছু নেতা কয়েক দশক ধরে ক্ষমতা ধরে রেখেছেন। তাদের সঙ্গে তুলনায় আপনি কোথায়?
কে কত দিন ক্ষমতায় আছেন?
বর্তমান বিশ্বনেতাদের ক্ষমতায় থাকার গড় মেয়াদ ৭ বছর। আমাদের তথ্য অনুযায়ী ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ক্ষমতায় রয়েছেন সবচেয়ে দীর্ঘদিন। তিনি দেশ শাসন করছেন ৪৫ বছর। তার ধারে কাছে নেই অন্য কোন নেতা। তবে আফ্রিকার নয় জন নেতা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন 20 বছর ধরে।
আপনি কি জানেন?
ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ যখন ১৯৭০ সালে ক্ষমতায় বসেন, তখন ১৪ জন বিশ্ব নেতার জন্মই হয়নি।
সার-সংক্ষেপ
আপনার বয়স কত?
আপনি কি জানেন?
পদ্ধতি
১৯৫টি দেশের নেতাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং শাসনের মেয়াদকালের উপাত্ত জোগাড় করেছে বিবিসি মনিটরিং। এই তথ্য উপাত্ত সবশেষ যাচাই করা হয়েছে ২০১৬ সালের ১৫ই সেপ্টেম্বর।
যে সব নেতার জন্ম তারিখ এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য মেলেনি তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।
এই প্রকল্পে এমন ব্যক্তিদের নেতা হিসেবে বিবেচনা করা হয়েছে যারা কার্যত: সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
সান মারিনোর ক্ষেত্রে, যেখানে একই সময়ে দুজন রাষ্ট্রপ্রধান, সেখান থেকে একজনকে বেছে নেয়া হয়েছে কোন বিশেষ কিছুর উপর ভিত্তি না করে।
বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতায় আরোহণের দিনটিকে শাসনকাল শুরুর দিন হিসেবে বিবেচনা করা হয়েছে।
ক্রেডিট
তৈরি করেছেন নাসোস স্টিলিয়ানু, এড লাওথার, এলিজাবেটা টোলার্ডো এবং জন ওয়ালটন। ডাটা রিসার্চ করেছে বিবিসি মনিটরিং রিসার্চ দল। ডিজাইন করেছেন টম নার্স, জেরি ফ্লেচার এবং জোয়ি বারথোলেমেউ। সাইট ডেভেলপ করেছেন স্টিভেন কনর এবং বেকি রাশ।