'কিছু আমেরিকান প্রাচীন ধ্যান-ধারণা আঁকড়ে ধরে আছে'

'কিছু আমেরিকান প্রাচীন ধ্যান-ধারণা আঁকড়ে ধরে আছে'

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অভিবাসী ইস্যুটি একশ্রেণীর আমেরিকানের প্রাচীন ধ্যান-ধারণার জন্যই তৈরি হয়েছে বলে মনে করেন সেখানকার প্রবাসী বাংলাদেশীদের অনেকে।

শিকাগো শহরের প্রবাসী বাংলাদেশীদের একজন চট্টগ্রামের ছেলে ইফতেখার আজিজ।

বিবিসি বাংলার সঙ্গে কথা বলার সময় ইফতেখার আজিজ বলেন, আসলে ইমিগ্র্যান্ট ইস্যু কোন ব্যাপার না।

মূল সমস্যা হচ্ছে শিক্ষার অভাবের জন্য নিম্ন বর্গের এক শ্রেণীর আমেরিকান এখনও প্রাচীন ধ্যান-ধারণাকেই জাপটে ধরে রাখতে চাইছে।

তাই মুসলমান, ইমিগ্র্যান্ট, নারীর সমঅধিকার ইত্যাদিকে তারা মেনে নিতে পারছেন না। একজন মহিলা আমেরিকার প্রেসিডেন্ট হবে এটা তারা এখনো মেনে নিতে পারে না" - বলেন তিনি।